চট্টগ্রামে মুক্তিযোদ্ধার শান্তিপূর্ণ মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে- ভোলায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন ও সমাবেশ

0
68
oznorMB

স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটকম॥চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শান্তিপূর্ণ মানববন্ধনে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাাফিজুর রহমান চৌধুরী এর নির্দেশে সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” ভোলা জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় তারা অভিযোগ করেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারকে প্রশ্নবিদ্ধ করতে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের প্রতি বিতর্কিত ও ন্যাক্কারজনক কাজ করছে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাাফিজুর রহমান চৌধুরী। তাই দ্রুত তার সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানানো হয়।
মানববন্ধনে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সাংবাদিকসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডো ভোলা জেলার আহ্বায়ক হামিদুর রহমান হাসিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সভাপতি অহিদুর রহমান।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভোলা জেলার সদস্য সচিব আদিল হোসেন তপুর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, ভোলা প্রেসক্লাবের সেক্রেটারি অমিতাভ রায় অপু, ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- আহবায়ক আবদুল আলম আবিদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ভোলা সদর উপজেলার আহবায়ক আরিফুর রহমান সোহাগ, দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক রাশেদুল আলম,চর সামাইয়া ইউনিয়নের সাধারন সম্পাদক মো: মাকসুদুর রহমান প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান,আবু হোসেন,শামছুল হক,মাহাফুজুর রহমান, গোপাল চন্দ্র সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর যুগ্ম-আহবায়ক তানজিরুল ইসলাম, ,সদস্য সাখাওয়াত হোসেন সোহেল,এ্যাড: ইসতিয়াক হোসেন বাপ্পি,রাজীব,খাইরুল ইসলাম শাওন,বেলাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর যুগ্ম- আহবায়ক মো: শিমুল,সদস্য সচিব মো: শিপন, উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি,সাধারন সম্পাদক ও সদস্য বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে তখন কিছু দুষ্কৃতিকারী সরকারের বদনাম করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন এই হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

LEAVE A REPLY