দক্ষিণ আইচা থানাকে উপজেলা ঘোষনার দাবীতে ব্যবসায়ীদের মানববন্ধন

0
432

দক্ষিণ আইচা প্রতিনিধি :   ভোলা জেলার চরফ্যাশন  উপজেলার দক্ষিণ আইচা থানাকে উপজেলা হিসেবে ঘোষণা করার দাবীতে ব্যবসায়ীদের বিশাল মানব-বন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১টায় বাজার ব্যবসায়ীরা বাজারে সাবরেজিষ্ট্রার সড়কে মানববন্ধন করেন।মানববন্ধনে ব্যবসায়ীরা দাবী তুলেন ধরেন, সকল সড়ক  পাকা করন  ও মেরামত করতে হবে। যুগউপযুগী চলচলের ব্যবস্থা করার দাবী করা হয়।মানববন্ধন শেষে বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল ফারাহ বক্তব্যে বলেন,দক্ষিণ আইচা থানা এখন উপজেলা হিসেবে ঘোষণা এলাকাবাসীর প্রাণের দাবী।

এছাড়া বাজারের জিরো পয়েন্ট থেকে সাবরেজিষ্ট্রার অফিস হয়ে বেড়িবাধ পযন্তপুর্ণমেরামত ও বাজারের বিভিন্ন অলিগলি গুলো পাকা করন, ড্রেনেজ ব্যবস্থাকরা একান্ত জরুরী হয়ে পড়েছে।দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারুকশাল বলেন, রাস্তা মেরামত ও ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারনে বর্ষা কালেব্যবসায়ী,  পথচারীরা রাস্তার খানাখন্দে জলাবদ্ধতার মধ্যে চলাচল করতে হয়।এছাড়া বাজারের মধ্য মসজিদে নামাজ পড়ার জন্য যেতে হাটু পরিমান পানি পারহয়ে যেতে হয়।

LEAVE A REPLY