ভোলা পৌর নির্বাচনে উৎসব  মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

0
53

স্টাফ রির্পোটার,ভোলা নিউজ২৪ডটকম।।
৫ম ধাপের ভোলা জেলার দুটি পৌরসভা নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ভোলা ও চরফ্যাসন পৌর নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মধ্যে দিয়ে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীগণ মনোনয়ন পত্র দাখিল করেছেন।
দুই পৌর সভায় মেয়র পদে মোট ৯ জন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার সকাল থেকে সমর্থক ভোটারদেরকে সাথে নিয়ে নির্বাচন অফিসে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত  প্রার্থী বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান,বিএনপি মনোনিত প্রার্থী হারুন অর রশিদ ট্রুরুম্যান, বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ইয়ারুল আলম লিটন, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আতাউর রহমান মনোনয়নপত্র দাখিল করেন ।


এর আগে দলীয় সমর্থক ও ভোটরদেও নিয়ে  শহরের বাংলা স্কুল মাঠে দোয়া মোনাজাতের আয়োজন করেন আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান। এসময় পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান আরো বলেন,স্বাধীনতার পরে ভোলা পৌর সভায় গত ১০ বছরে ব্যাপক উন্নয়ন কাজ করেছি। উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য আবারও নৌকায় ভোট চায়।এসময় পৌর নির্বাচনের জন্য সকলের কাছে দোয়া চায়।এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু, ভোলা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদ,সহ-সভাপতি হামদিুল হক বাহালুল মোল্লাা, যুগ্ম-সম্পাদক  এনামুল হক আরজু,সাংগঠনিক সম্পাদক  শফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও চরফ্যাসন পৌর সভায় মেয়র পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এস এম মোশেদ, বিএনপির মনোনিত প্রার্থী হুমায়ুন কবির সিকদার, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা মো: ইউসুব, জাতীয় পার্টি মমনোনিত প্রার্থী এটি এম মাসুদ চৌধুরী,স্বতন্ত্র প্রার্থী  মীর মো: শরীফ  নির্বাচন অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
আগামী ৪ ফেব্রুয়ারি মনোনয়পত্র বাছাই করা হবে। আর প্রার্থীতা  প্রত্যাহার করা হবে ১১ ফেব্রুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি ইভিএম  সিস্টিামে প্রথম বারের মতো ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY