ভোলায় মাছুমা খানম স্কুলে সুবর্ণ জয়ন্ত্রী উৎসব অনুষ্ঠিত

0
558

ইমতিয়াজুর রহমান,ভোলা নিউজ২৪ডটনেট ॥দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মাছুমা খানম বালিকা বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসব নানা আয়োজনে মুখর পরিবেশে উদযাপিত হয়েছে।শনিবার (১৬মার্চ) সকালে ওই বিদ্যালয়ের মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে এ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়।

এতে গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সচিব ও বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এম মোকাম্মেল হক । গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিয়দের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবদুল মমিন টুলু । বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান  মো. মোশারেরফ হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মৃধা মো. মোজাহিদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর ,প্রফেসর সামসুল আলম চৌধুরী,  কর্নেল সামসুদ্দিন মানিক, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন প্রমুখ ।
এছাড়াও অন্যনাদের মধ্যে উপস্থিত ছিলেন, এভারেস্ট বিজয়ী এমএ মুহিত, স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিমসহ প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও সুধীবৃন্দ।

আয়োজিত অনুষ্ঠানে আগত অতিথিদেরকে বিদ্যালয়ের পক্ষে থেকে প্রথমে ফুল দিয়ে বরণ করে নেয় এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তালহা তালুকদার বাধঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণ প্রজম্মের কোন বিকল্প নেই। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ক্লাশ প্রথম শ্রেনী থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত বই ফ্রি দিয়েছেন। প্রধানমন্ত্রীর একটাই লক্ষ্য জাতি শিক্ষিত হলে দেশ শিক্ষিত। তাই মাদক, জঙ্গিবাদ,সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীরা অগ্রনী ভুমিকা পালন করবে।
মাছুমা খানম বালিকা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিকেলে রয়েছে ঢাকা ও ভোলার জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

LEAVE A REPLY