“মেয়র মেজবান”অনুষ্ঠান প্রস্থুতি চলছে মাঠ পরিদর্শনে – মেয়র মনিরুজ্জামান মনির

0
582

রাকিব উদ্দিন অমি, ভোলা নিউজ ২৪ ডটনেট।। ভোলা শহরকে’আধুনিক ও পর্যটন নগর’ বিনির্মাণ প্রতিশ্রুতি বাস্তবায়নে লক্ষে বিনোদন উন্নয়নকে গতিশীল ও তরান্বিত হয় সেই লক্ষে ভোলার পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির এর উদ্যোগে আগামি ৯ই মার্চ ভোলা পৌরসভার সকল হোল্ডিং নং এর নাগরিকদের জন্য  ভোলা সরকারি স্কুলের মাঠে আয়োজন করা হয়েছে “মেয়র মেজবান”অনুষ্ঠান।

এই “মেয়র মেজবান” অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে করতে নানান পদক্ষেপ গ্রহন করেছেন ভোলা পৌরসভার জননন্দিত পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

আজ সকাল ১২ টায় ভোলা সরকারি স্কুলের মাঠে “মেয়র মেজবান”অনুষ্ঠান এর জন্য নির্ধারিত স্থান ঘুরে দেখেন পৌর পিতা জননন্দিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির।কিভাবে পৌরসভার সকল হোল্ডিং এর নাগরিকদের কে সেবা দেওয়া যাবে ও সকল নাগরিক জেনো সুন্দর ভাবে খাবার খেয়ে অনুষ্ঠান দেখে বাসায় ফিরতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখতে সকল কাউন্সিলর কে নির্দেশ দেয় পৌর মেয়র।সে সময় তিনি সকল কাউন্সিলরদের বলেন “মেয়র মেজবান” এর আমন্ত্রিত কার্ড ভোলা পৌরসভার হোল্ডিং নাম্বার যুক্ত প্রতিটি বাসায় পৌছে দিবেন আমার কোনো নাগরিক জেনো “মেয়র মেজবান” অনুষ্ঠান থেকে বাদ না পরে।তিনি বলেন এখানে হিন্দু/সনাতন সম্প্রদায়ের জন্য খাসির মাংস আলাদা ভাবে রান্না হবে ও মুসলমানদের জন্য গরুর মাংশর ব্যবস্থা করা হয়েছে।মহিলাদের খাবারের জন্য আলাদা স্থান করা হবে।এতিমখানার শিশুরাও দাওয়াত পাবে।এরকম আয়োজন দক্ষিণাঞ্চলে আর হয়নি ভোলার মানুষ ভিন্ন একটি অনুষ্ঠান উপভোগ করবেন আশা করি।সে সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু, পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর মঞ্জুরুল আলম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন লিঙ্কন,৫ নং ওয়ার্ড কাউন্সিলর মিথুন মোল্লা,৬ নং ওয়ার্ড কাউন্সিলর অমর ফারুক,৮নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুল ইসলাম,৯নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুল ইসলাম সামিম সহ সকল কাউন্সিলরবৃন্দ।

আগামী ০৯ মার্চ শনিবার, ভোলা সরকারি স্কুলের মাঠে সকাল ১০টায়  পিঠা উৎসবের দিয়ে শুরু হবে এই “মেয়র মেজবান”। এছারাও শিশুদের চিত্রাঙ্কন পতিযোগিতা ,ক্রীড়া/সাতার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।দুপুরে সেই বিখ্যাত”মেজবান” খাবারের ব্যাবস্থা রয়েছে ও বিকেলে মতবিনিময় সভা এবং বিকেল থেকে জমকালো মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন সাবেক সফল বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এম,পি মহোদয়।

এই “মেয়র মেজবান” অনুষ্ঠানটি সকাল ১০.০০টায় শুরু হয়ে জমকালো মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সন্ধ্যায় শেষ হবে বলে জানিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

LEAVE A REPLY