ভোলায় বন্যা দুর্গত এলাকায় খাদ্য সহায়তায় নৌ-বাহিনী

0
71

ইমতিয়াজুর রহমান,ভোলা নিউজ ২৪ ডটকম ।। ভোলায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌ-বাহিনীর সদস্যরা। ত্রান পেয়ে বেশ খুশি ক্ষতিগ্রস্থ্য মানুষ।

সোমবার দুপুরে সদর উপজেলার বন্যা দুর্গত বাঘার হাওয়া গ্রামের ১শটি পরিবারের মাঝে এ সহায়তা দেয়া হয়েছে। খাদ্য সহায়তা প্রাতিটি প্যাকেটে চার কেজি করে চাল, আটা এবং ১কেজি লবন,২কেজি ডাল, লুডুস ও বিস্কুট রয়েছে। নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার ইয়াছির চৌধুরির নেতৃত্বে একটি টিম দুর্গত মানুষের মাঝে এ সহায়তা প্রদান করে। খাদ্য সহায়তা পেয়ে হাসি ফুটেছে বানভাসি মানুষের।৫দিন পূর্বে প্রবল জোয়ারের চাপে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের সাজিকান্দি পয়েন্ট দিয়ে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে সেখানকার বহু গ্রাম তলিয়ে যায়। এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত কয়েক হাজার মানুষ। নৌ-বাহিনীর সদস্যদের দেয়া ত্রান পেয়ে বেশ খুশি গ্রামবাসী।

LEAVE A REPLY