ভোলায় আইইসিএম প্রকল্পের স্টাফদের ২ দিনব্যাপী প্রশিক্ষন কোর্স

0
365

আদিল হোসেন তপু,ভোলা নিউজ২৪ডটনেট  ॥

ভোলায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহ প্রতিরোধ কর্মসূচী (আইইসিএম) প্রকল্পের স্টাফদের দুইদিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) ইউনিসেফের সহায়তায় কোস্ট ট্রাস্ট এর আয়োজনে ভোলা সদর উপজেলার কোস্ট ট্রাস্ট এর হল রুমে এই প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় প্রশিক্ষন নেয় ইউনিসেফ এর সিফরডি অফিসার সনজিত কুমার দাস,ওয়াশ অফিসার মো: ফোরকান আহমেদ,ইউনিসেফ এর শিশু সুরক্ষা কর্মকর্তা মমিনুন্নেছা শিখা।
এসময় উপস্থিত ছিলেন- আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান, আইইসিএম প্রকল্পের প্রকল্প সহ সমন্বয়কারী দেবাশীষ মজুমদার,উপজেলা টেনিং এন্ড মনিটরিং অফিসার মনিরুল ইসলাম,এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন প্রমুখ।
প্রশিক্ষনে উপজেলা সমাজকর্মী,ওয়ার্ডপ্রেটর,গেইম ফেসিলেটর,উপজেলা ফেসিলেটর,পিআর এডুকেটর বৃন্দ প্রশিক্ষনে অংশ নেয়। প্রশিক্ষনে প্রকল্পের লক্ষ, উদ্দেশ্য,ওয়াশ,যোগাযোগের জন্য উন্নয়ন,স্বাস্থ্য বিধি, মাসিককালীন ব্যবস্থাপনাও ব্যাক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, শিশু সুরক্ষা, শিশু আইন, শিশু বিবাহ প্রতিরোধ আইন সহ নানা বিষয় প্রশিক্ষনে আলোচনা করা হয়।আগামীকাল ১৪ফেব্রুয়ারি প্রশিক্ষন কোর্স শেষ হবে। উল্লেখ্য ইউনিসেফের সহযোগিতায় ভোলার ৪ টি উপজেলা- ভোলা সদর, লালমোহন,চরফ্যাশনও মনপুরায় কিশোর-কিশোরীদের দক্ষতা ও সকলের সম্মেলিত প্রচেষ্টায় শিশু বিবাহ রোধ করতে কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY