তজুমদ্দিনে লক্ষাধিক টাকার গাছ চুরির ঘটনায় অভিযুক্ত ছয়

0
418

ইলিয়াস ছানি,তজুমুদ্দিন প্রতিনিধি।। ভোলার তজুমদ্দিনে ইসমাইল মেম্বারের গাছ চুরির ঘটনায় শশীগঞ্জ গ্রামের মৃত হাদিসের ছেলে রফিকুল ইসলাম সহ ছয় জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ এক জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কাজী কান্দি নিবাসী মোঃ ইসমাইল মেম্বারের সাথে শশীগঞ্জ নিবাসী রফিকুল ইসলামের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৩০-০১-২০১৯ হতে ০২-০২-২০১৯ পর্যন্ত সময়ের মধ্যে রফিকুল ও তার দলবল ইসমাইল মেম্বারের বাগানের কয়েক লক্ষ টাকার গাছ কেটে ফেলে। লোকমুখে এ কথা জানতে পেরে ইসমাইল মেম্বার ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিতে গেলে রফিকুল (৫০)ও তাঁর ছেলে মোঃ রুবেল(৩০), ও তার স্ত্রী নাজমা বেগম(৪৫), গেদু মাঝির ছেলে আঃ লতিফ(৩৮)ও মোঃ আইয়ুব(২৮) তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে জখম করে। এ সময় রফিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম ইসমাইল মেম্বার কে দা দিয়ে কোপানোর হুমকি দেয়। অতঃপর রফিকুলের দলবল লাঠিসোটা নিয়ে ইসমাইল মেম্বার কে মারতে আসলে স্থানীয় জনগণের বাঁধায় তাদের হামলার চেস্টা ব্যহত হয়। মীমাংসা ব্যর্থ হলে রফিকুল ইসলাম ও তার দলবদ্ধভাবে গাছ চুরি,জখম ও হুমকির বিরুদ্ধে তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইসমাইল মেম্বার(৬৫)।

LEAVE A REPLY