দুলারহাট মুজিবনগর চর মোতাহার দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

0
931

দুলারহাট প্রতিনিধি : ভোলার দুলারহাট থানার মুজিব নগর ইউনিয়নের চর মোতাহার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফখরুল ইসলাম ( গোধুলীর সেই আমি ) এর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে।

যানাযায় ভিছিন্ন দ্বীপ মুজিব নগর একটি মাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেখানে গোটা মুজিব নগর বাসীর কোমল মতি ছাত্র / ছাত্রীরা পড়া লেখা করেন শেসুবাদে ছাত্র / ছাত্রীদের অভিবাভকদেরকে জির্মী করে জে ডি সি, এস এস সি, পরিক্ষায় মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় বলে একটি সুত্র জানায়,চর মোতাহার দাখিল মাদ্রাসার এম এল এস এস মোঃ শাহিন (২৮) পিতাঃ ছাদেক হোসেন মাতাব্বর জানান আমি চর মোতাহার দাখিল মাদ্রাসায় ২০০৪ সালে যোগদান করি।

২০১০ সাল থেকে ১১৭১৭ একাউন্ট নং বেতন উত্তলন করি, আমার বাবার সাথে ও আমার প্রধান শিক্ষক এর সাথে জমি জমা বিরোধ থাকায় ২০১৭ সালের অক্টোবর মাস থেকে প্রধান শিক্ষক আমার বেতন  আটকিয়ে দেয় এবং গত ২৮ এপ্রিল ২০১৮ ইং তারিখ প্রধান শিক্ষক আমাদের জমি দখল করে নেওয়ার জন্য তার স্ত্রী সহ আমার মা / বোন কে দেশিয় দা দিয়ে অতংকিত হামলা চালায় পরে আমি ও স্থানীয় কয়েকজন মিলে আহতদেরকে চরফ্যাশন হাসপাতাল ভর্তি করি, পরে আমার বাবা দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ করেন, এব্যাপারে দুলারহাট থানার ওসি মিজানুর রহমান পাটওয়ারী জানান দু পক্ষই থানায় অভিযোগ দিয়েছে অভিযোগের তদন্ত চলছে।

মুজিব নগর চর মোতাহার দাখিল মাদ্রাসার স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছু কয়েক   জনের সাথে আলাপ কালে তারা জানান স্কুল /  মাদ্রাসার মাঠ থাকে ছাত্র / ছাত্রীদের খেলা দুলা করার জন্য কিন্তু আমাদের মুজিব নগর মাদ্রাসাটা প্রধান শিক্ষক ওই মাঠকে রাখছেন গরুর জন্য, এব্যাপারে চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি জানান মাদ্রাসার মাঠে গরুর ঘড় কখনো হতে পাড়ে না আমরা সরেজমিন পরিদর্শণ করে উদ্বোত্তন কর্মকর্তাকে জানাবো।

গরুর ঘড়ের ব্যাপারে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলে তিনি বিভিন্ন লাইনে এরিয়ে জান, একটি  গোপন সুত্রে যানাযায় মুজিব নগর চর মোতাহার দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে কয়েকটি অসামাজিক কর্মকান্ডর  গঠনাও আছে যাহা পর বর্তী পর্বে আসতেছে।

LEAVE A REPLY