পাঁচ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু

0
396

ভোলা নিউজ ২৪ ডট নেট : সুনামগঞ্জে ৫ জনসহ পাঁচ জেলায় মঙ্গলবার বজ্রপাতে ১০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ৮ জন। সোমবার বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু হয়। এ নিয়ে বজ্রপাতে দুই দিনে মৃতের সংখ্যা দাঁড়াল ১৯। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মানবকণ্ঠের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত পড়ুন।

সুনামগঞ্জ : জেলায় পৃথকস্থানে বজ্রপাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তাহিরপুরের সদর ইউনিয়নের ভাটিতাহিরপুর গ্রামের মুক্তুল হোসেনের ছেলে নূর হোসেন (২২), বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁও এলাকার মৃত হযরত আলীর স্ত্রী শাহান বানু (৩৫), একই উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিদ্ধরপুর গ্রামের সুরমা বেগম (২২), দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডুমবন্ধ গ্রামের আসাদ আলীর ছেলে ফেরদৌস আহমেদ (১২) ও দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের মৃত ফজর মোহাম্মদের ছেলে মো. মোছলিম উদ্দিন (৭৫)।

হবিগঞ্জ : বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নে বজ্রপাতে জুবাইল মিয়া (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ইউনিয়নের আলতাব হোসেনের স্ত্রী ফিরোজা বেগম আহত হয়েছেন।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুজন মোড়া (২৭) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুজন মোড়া চুনারুঘাট উপজেলার জোয়ালভাঙ্গা চা বাগানের কানাই মোড়ার ছেলে।

নেত্রকোনা : খালিয়াজুরী উপজেলায় বৃষ্টিতে ভিজে নিজ জমিতে ধান কাটার সময় বজ্রপাতে ইসলাম উদ্দিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বরিশাল : আগৈলঝাড়া উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে খোকন প্রামানিক (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন শ্রমিক আহত হয়েছেন।

কিশোরগঞ্জ :  বাজিতপুর উপজেলায় বজ্রপাতে ফাহিম হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সরারচর ইউনিয়নের মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম হোসেন মজলিশপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে ও স্থানীয় হাফিজিয়া মাদরাসার হেফজ শ্রেণির ছাত্র।

LEAVE A REPLY