তজুমদ্দিন পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীয়া, সাংস্কৃতিক ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

0
394
মোঃইলিয়াছ, তজুমদ্দিন প্রতিনিধি।।ভোলা তজুমদ্দিন পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষ  হয়েছে।২৮ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যান্ত দুই দিনব্যাপী খেলার মাঠে ক্রীয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি শেষ করে বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের শতভাগ সাফল্য কামনায় দোয়া ও বিদায় অনুষ্ঠান আজ ৩০জানুয়ারি বুধবার সকাল১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোঃশরিফ এর সভাপতিত্বে  হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
শিক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তজুমদ্দিন উপজেলার চেয়ারম্যান ফজলুলহক দেওয়ান। প্রধান শিক্ষক মীর মোঃশরিফ উদ্দিন ,সহকারী প্রধান শিক্ষক মোঃবেলায়েত হোসেন,বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃশফিকুজামান রাসেল।মোঃ নাজিম উদ্দিন। মোঃহান্নান,মোঃআক্তার,ভাস্কর চন্দ্র দাস,লক্ষন চন্দ্র বিশ্বাস,
শিক্ষার্থীদের  পক্ষ থেকে বক্তব্য রাখেন- পরীক্ষার্থী মো:আব্দুল্লাহ আল মামুন।বিদায় পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষার্থীদের মধ্য থেকে মানপত্র পাঠ করে নবম শ্রেনীর ছাত্রী মোসাম্মদ শান্তা ইসলাম ।প্রধান অতিথি ফজলুলহক দেওয়ান তার ববক্তব্যে বলেন, ‘পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকার স্বপ্ন পূরণ করতে হলে, প্রতিষ্ঠানের সুনাম ও সম্মানকে অক্ষুণ্ন রাখতে হলে, এমনকি, নিজের জীবনকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হলে পরীক্ষায় সফলতার বিকল্প নেই। তোমরা চাইলে সাফল্যের পথ বেয়ে অনেক দূর এগিয়ে যেতে পারো।’
পরীক্ষার্থীদের উদ্দেশ্য প্রধান শিক্ষক শরিফ উদ্দিন বলেন।বিদায় প্রত্যেকটা মানুষের জন্য বেদনাদায়ক।তোমাদের আজকের এ বিদায় দুঃখের হলেও পরম আনন্দের, কেননা, আজকের বিদায়ের মাধ্যমে তোমরা একটা বৃহত্তর জগতে পদার্পণ করতে যাচ্ছ। তোমরা অত্র প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শেষ করলেও আমাদের সহযোগিতা ও দোয়া সব সময় তোমাদের সাথে থাকবে। মনে রাখবে, শুধু সার্টিফিকেট অর্জনের জন্য শিক্ষা বাস্তব জীবনে কোন প্রভাব ফেলতে পারে না। একমাত্র প্রকৃত শিক্ষাই পারে সমাজ,দেশ ও জাতির মান উন্নত করতে।’ তিনি আশা করেন, অন্যান্য বারের চেয়ে এবার শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল
অর্জন করবে, কারণ, এবারে বিগত সময়ের বিভিন্ন ঘাটতি পূরণ করে পরীক্ষার্থীদেরকে আরো ভালোভাবে গড়ে তোলা হয়েছে।বক্তব্য শেষ করে এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ
লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, হাড়ি ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।।সভায় পরীক্ষার্থীদের মঙ্গল কামনা।
করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ছোট ডাওরি বাঝারের ইমাম হাফেজ মোঃরেজাউল করিম।মোনাজাতের পর প্রতিষ্ঠান প্রধানের হাতে
প্রতিষ্ঠানের জন্য গিফট তুলে দেয় এস এস সি  পরিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন । অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল
শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY