ঝড়ের কবলে পড়ে জাহাজ ডুবি

0
580

স্স্টাফ রিপোর্টারঃ ভোলা নিউজ ২৪ ডটনেট : ভোলার পূর্ব ইলিশায় সওজ বিভাগের রাস্তার কাজের জন্য আসা অর্ধ কোটি টাকার পাথর সহ দুইটি জাহাজ ডুবি গেছে। শনিবার (৩১) মার্চ সকালে ঝড়ের কবলে পড়ে ভোলা ইলিশা  ফেরীঘাটে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট থেকে আসা এম,ভি -রাইফা এবং এমভি সাদিয়া নামে দুটি পাথর ভর্তি জাহাজ ভোলার ইলিশা ফেরিঘাট নোজ্ঞর করা অবস্থায় থাকে।জাহাজ গুলোতে ভোলার সওজের বিভাগের ইলিশার রাস্তার কাজের জন্য পাথর আনা হয়।

মেসার্স শহিদ ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই পাথর আনা হয় বলে ঠিকাদার অবহিত করেন।সেখানে ৫০ লক্ষ টাকার পাথর জাহাজ দুটিতে ছিল বলে জানা যায়।দুটি জাহাজের মধ্যে এমবি রাইফা নামে জাহাজটি পাওয়া গেলেও অপরএমবি সাদিয়ার খোঁজ পাওয়া যায়নি।

জাহাজ দুটি উদ্ধারের জন্য তৎপরতা চলছে এবং অপরটি সন্ধানের জন্য ডুবোরী নামিয়ে উদ্ধারের কাজ অব্যাহত আছে বলে জানা যায়।

স্থানীয়রা বলেন, আজ সকালে ভোলায় বয়ে যাওয়া প্রচন্ড ঝড়ো হাওয়ার কারনেই এই জাহাজ দুটি তলিয়ে যায়। এব্যাপারে ভোলা থানায় নিখোঁজ জাহাজের জন্য সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY