চরফ্যাশনে কোষ্টগার্ডের অভিযান৬ হাজার মিঃ জাল আটক

0
328

চরফ্যাশন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটনেট।।  ভোলার চরফ্যাসন উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে ৬ হাজার মিটার জাল আটক করেছে কোষ্টগার্ড চরমানিকা আউটপোষ্ট কন্টিনজেন্ট। এসময় জালে আটকে থাকা ১৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে স্থনীয় একটি এতিমখানায় দেয়া হয়।
কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আতাহার উদ্দিন জানান, মেঘনা নদীর, চর বাংলা, সিকদারের চর ও চর বেষ্টিন এলাকায় অভিযান পরিচালনাকালীন নদীতে পরিত্যক্ত অবস্থায় ৩ হাজার মিটার কারেন্ট ও ৩ হাজার মিটার সুতার জাল আটক করা হয়। বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন’র উপস্থিতিতে চরকচ্ছপিয়া কোষ্টগার্ডের নির্মাণাধীন অফিসের সামনে পুড়িয়ে দেয়া হয়।

LEAVE A REPLY