চরফ্যাশনে ঋনগ্রহীতার সর্বস্ব হাতিয়ে নেয়ার পায়তারা করছে সুদ ব্যবসায়ী

0
284

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনের গ্রামগুলোতে দেড়া সুদের ব্যবসায়ীদের কালোথাবায় সর্বস্ব হারাচ্ছে হতদরিদ্র সাধারন মানুষ। বাড়ি-ভিটা, জমি-জিরাত থেকে ঋনগ্রহীতার সর্বস্ব হাতিয়ে নিচ্ছে সুদব্যবসায়ীরা। চলতি মাসেই চর মানিকায় সুদব্যবসায়ীর ৫শ’ টাকার জন্য ঋনগ্রহীতা করিম ঢালীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এমন একজন সুদব্যবসায়ী ফরিদাবাদ গ্রামের আব্দুল হকের ছেলে মো, হাসান,যে ঋনীর সর্বস্ব হাতিয়ে নেয়ার পায়তারা করছেন বলে অভিযোগ উঠেছে।
আহম্মদপুর গ্রামের সৈয়দ আহমদের ছেলে ছালাউদ্দিন মোল্লা অভিযোগ করেন- দেড়া সুদ ব্যবসায়ী মো.হাসানের কাছ থেকে গত বছর ২৮ নভেম্বর ৪ লাখ টাকা ঋন গ্রহন করেন। ঋনের সিকিউরিটিি হিসেবে সুদব্যবসায়ী হাসানকে ফাঁকাস্ট্যাম্প প্রদান করেন। ঋন পরিশোধের সময় এই স্ট্যাম্প ফেরৎ দেয়ার কথা। ঋনের শর্ত অণুযায়ী গত এপ্রিল মাসে সুদাসল ৫লাখ ৬০ হাজার টাকার মধ্যে ৫লাখ টাকা পরিশোধ করেন। কিন্ত অবশিষ্ট ৬০ হাজার টাকা পরিশোধ না করায় তাঁর স্ট্যাম্প ফেরৎ দেয়নি। এখন ওই ফাঁকা স্ট্যাম্পে ঋনগ্রহীতা ছালাউদ্দিন মোল্লার মালিকানাধীন মাছধরা ট্রলারটি লিখে নেন এবং ট্রলারটি জোরকরে নিজের দখলে নেয়ার পায়তারা করছে। পাশাপাশি ছালাউদ্দিন মোল্লার ঘর ভিটা ও দখল করে নেয়ার পায়তার করেছেন। এছাড়াও ইতিমধ্যে ছালাউদ্দিন মোল্লার পুবালী ব্যাংকের স্বাক্ষরিত ৯টি পাতাসহ চেক বহি হারানো যায়। যার প্রেক্ষিতে গত ৫ অক্টোবর চরফ্যাশন থানায় সাধারন ডায়েরী করা হয়। এখন সুদব্যবসায়ী মো. হাসান ওই চেক বহিও ঋনের সিকিউরিটি হিসেবে তার কাছে বন্ধক বলে দাবী করছে। এমতাবস্থায় মাত্র ৬০ হাজার টাকার বকেয়া সুদের স্থলে ৪০ লাখ টাকা দাবী লিখে ঋনির ৪০ লাখ টাকা দামের মাছের ট্রলার দখলের পায়তারা করছে। নিয়ে এখন হানারো চেকের পাতা ব্যবহার করে ছালাউদ্দিন মোল্লাকে জব্দ করতে ব্যস্ত হয়ে পরেছেন। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ আলোচানার জম্ম দিয়েছে। অভিযোগ প্রসংঙ্গে মো. হাসান কোন মন্তব্য করতে অস্বীকার করেন।

LEAVE A REPLY