“সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর প্রান প্রকৃতি সাজাই” স্লোগানে শেষ হলো বৃক্ষ মেলা

0
507

এম মইনুল এহসান/ইমতিয়াজুর রহমান : “সবুজে বাচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই” স্লোগানে আলোচনার সভা, পুরষ্কার বিতরনের মধ্যদিয়ে শেষ হল ভোলা সরকারি স্কুল মাঠে চলা বৃক্ষ মেলা-২০১৮। উপকূলীয় বন বিভাগ ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ভোলা জেলা প্রশাসনের সহযোগিতায় গত ২৮ জুলাই থেকে শুরু হওয়া বৃক্ষ মেলা সোমবার (৬ আগস্ট) বিকেলে সমাপনি অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্ত হয়। সমাপনি অনুষ্ঠানে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: ফরিদ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা সহ কোষ্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডারের প্রতিনিধি, ডিডি এনএস আই প্রমুখ। আলোচনা শেষে মেলায় অংশ গ্রহনকারী নার্সারিগুলোর মধ্যে সেরা নার্সারিগুলোকে পুরুস্কৃত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন তালহা তালুকদার বাঁধন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু বলেন, গাছ আমাদের অনেক উপকার করে। বর্তমানে ভোলাতে প্রচুর পরিমানে সরকারি ও বেসরকারি বনায়ন আছে। এক সময় ভোলা ছিল মরুভূমির মত খোলা বিল। ১৯৭০ সালের  প্রলয়ংকরী ঘুর্ণিঝড়ের পর জাতিরজনক বঙ্গবন্ধু ভোলাতে দূর্যোগে ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশনে এসেছিলেন। তখন তিনি বলেছিলেন ভোলাকে বিভিন্ন দুর্যোগ থেকে বাঁচাতে হলে ব্যাপক বনায়ন করতে হবে। আজ ভোলাতে প্রচুর বনায়ন করা হয়েছে। এই বনায়নের কারনেই ভোলা ইতিপূর্বে অনেক ঝড়-বন্যার মারাতœক ক্ষতি হতে রেহাই পেয়েছে। বর্তমানে জলবায়ূ পরির্বতনের কারনে ভোলা ঝূঁকিপূর্ণ অবস্থায় আছে। তাই এই ঝূঁকি মোকাবেলায় আরো অধিক পরিমানে বৃক্ষ রোপন করতে হবে।

LEAVE A REPLY