ভোলায় যুবদল কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ

0
803

আরিফ উদ্দিন রনি ।।  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভোলা জেলার নর্ব নির্বাচিত কমিটি বাতিলের দাবীতে শনিবার সকালে বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা যুবদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা।

শনিবার সকালে শহরের মাহাজনপট্রি জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বৃস্টিকে উপেক্ষা করে শত শত নেতাকর্মীরা মিছিল শুরু করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা যুবদল অফিসের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঐ সমাবেশে বক্তব্যে রাখেন, জেলা যুবদলের সাবেক আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ, সদস্য সচিব কবির হোসেন,থানা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন সবুজ,পৌর আহবায়ক ফারুক সিকদার,সদস্য সচিব খায়রুল আলম মিলনসহ যুবদলের নেতাকর্মীরা। বক্তারা বলেন আজ ২৩ দিন কমিটি হলে ও যুবদলের কোন কাজ চোখে পরেনি,আমরা এই ভুয়া কমিটি বাতিল চাই। তারা বলেন, এই কমিটি টাকার বিনিময়ে দিয়েছে। যারা কখনোই আন্দোলন সংগ্রাম করেনি,তারা কিভাবে কমিটি পায়। শুধুই টাকার বিনিময়ে পেয়েছে। যারা লিয়াজো করে চলেছে,কখনোই কোন আন্দোলন সংগ্রামে পাওয়া যায়নি তারাই কমিটি আনে। আর যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে,মামলা খেয়েছে তারা হল বঞ্চিত এটা কেমন কমিটি। এসময় তারা যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব, যুম্ম সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন কে অবাঞ্ছিত ঘোষনা করেন।

LEAVE A REPLY