যাত্রী সংকট দেখিয়ে বরিশাল থেকে চার লঞ্চের যাত্রা বাতিল

0
0

ভোলা নিউজ ২৪ ডট কম।।যাত্রী সংকটের কারণ দেখিয়ে ঢাকা-বরিশাল রুটের চার লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে। তাই বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে না এ চার লঞ্চ।

ক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ‌্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব‌্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. কবির হোসেন।

তিনি বলেন, যাত্রী সংকটের কারণে প্রিন্স আওলাদ, পারাবত ১৮, সুরভী ৭ ও সুন্দরবন ১১ লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা বাতিল করেছে। শুধমাত্র পারাবত ১১ লঞ্চ ঢাকায় যাত্রী পরিবহন করবে।

কবির হোসেন বলেন, ঢাকা থেকেও শুধু শুভরাজ লঞ্চ বরিশালে যাত্রী পরিবহন করবে। এছাড়া ফারহান ৭ ঢাকা থেকে বরিশাল হয়ে ঝালকাঠি যাবে।

এদিকে পারাবত ১১ লঞ্চে গিয়ে যাত্রী সংকট দেখা গেছে। ডেক শ্রেণিতে যাত্রী তেমন ছিল না।

লঞ্চের স্টাফ মো. সুমন জানান, ঢাকায় বিএনপির সমাবেশের কারণে যাত্রী সংখ‌্যা কম।

অপরদিকে আজ ঝালকাঠি থেকেও কোনো লঞ্চ ঢাকার উদ্দেশে যায়নি।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুখ বলেন, সরকার বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতে নানা পন্থা নিচ্ছে। লঞ্চ বন্ধ করে দিয়েছে। তবে আমরা আগেই ঢাকা এসেছি।

LEAVE A REPLY