ভোলায় তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

0
111

ভোলায় তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ১০ টায়  ভোলা  প্রেসক্লাবে তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ভোলা জেলার শাখা কমিটির এই ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়। ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ভোলা মাও শিশু কল্যান কেন্দ্র সহ  ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র গুলোতে সেবা নিতে আশা কিশোর কিশোরীরা সঠিক সেবা পাওয়া নিয়ে কাজ করে যাচ্ছে।  এসব স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মহমারী করোনা ভাইরাসের সময়ও কিশোর কিশোরীদের সেবা  অব্যাহত রাখা যায় সে জন্য স্বাস্থ্য কেন্দ্র গুলোতে টেলেমেডিসিন সেবা দেওয়ার জন্য হটলাইন নাম্বার চালু করা হয় । ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র গুলোর সামনে সিটিজেন চার্টার লাগানো, প্রতিমাসে স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করা। যুব দিবস পালন সহ আগামী ৩ মাসের পরিকল্পনা ত্রৈ-মাসিক সভায় সিদ্ধান্ত গ্রহন  করা হয় । পরে ভোলায় প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র গুলোতে কিশোর কিশোরীদের সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ এর সাথে তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের ৭ সদস্যের একটি টিম সৌজন্য সাক্ষাৎত করেন। পরে বিগত দিনের স্বাস্থ্য কেন্দ্রর পূূর্বের পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি সফলতা ও সমস্যা তুলে ধরা হয়। এসময় তিনি তারুন্যে কন্ঠস্বর প্লাটর্ফমকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ভোলা জেলা প্রধান সমন্বয়কারী আদিল হোসেন তপু। তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের সদস্য  সাদ্দাম হোসেন, মিম রহমান, আবদুল্লাহ নোমান, ইমা, ফজলে রাব্বি অহনা  প্রমূখ।

LEAVE A REPLY