ভোলা বোরহানউদ্দিনে ট্রাকের ধাক্কায় নসিমন চালক নিহত

0
486

ভোলা নিউজ ২৪ ডট নেট : ভোলার বোরহানউদ্দিনে ট্রাকের ধাক্কায় মো. পারভেজ (২৭) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মানিকার হাট বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পারভেজ নোয়াখালী জেলার বাসিন্দা। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) অসীম সিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিকেল ৩টার দিকে পারভেজ তার পণ্যবাহী নসিমন নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। এসময় ভোলা-চরফ্যাশন সড়কের মানিকার হাট বাজারের উত্তর পাশে একটি দ্রুতগামী ট্রাকের সাথে ধাক্কা লেগে নসিমনটি উল্টো পারভেজ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষনিক বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY