ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৭টি নৌকাসহ ২৭ জেলে আটক

0
342

স্টাফ রিপেআর্টার,ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ভোলার মেঘনা নদীতে গত শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ৭টি ইঞ্জিনচালিত নৌকাসহ ২৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এ সময় বিপুল পরিমান অবৈধ জাল ও জাটকা জব্দ করা হয়েছে।
ভোলায় অবস্থিত কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেপ্টেন্যান্ট নুরুজ্জামান জানান, কোস্টগার্ডের একটি দল গত শনিবার গভীর রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী এলাকার মেঘনা নদীতে ৭টি ইঞ্জিনচালিত নৌকাসহ ২৭ জেলেকে আটক করেছে। এ সময় ৩০ হাজার মিটার অবৈধ জাল ও ৪০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল ও মাছের মূল্য প্রায় ১০ লাখ ৬৪ হাজার টাকা। আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেক জেলেকে ৩ হাজার টাকা করে জরিমানা করেন। তিনি আরো জানান, জব্দকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। জাল আগুন জ¦ালিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। দেশের ইলিশ ও মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

LEAVE A REPLY