তজুমদ্দিনে গরু হৃষ্টপুষ্টকরণ খামারীদের মাঝে কৃমিনাশক ও ভিটামিন বিতরণ

0
9

তজুমদ্দিন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটকম।।আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের অর্থয়ানে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে ভোলার তজুমদ্দিনে মাঠ পর্যায়ে ২৫জন সুফলভোগী খামারীদের মাঝে কৃমিনাশক ও ভিটামিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে ঔষধ বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, ভেটেরিনারি সার্জন ডা. সাইফুল আজম ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মনজুরুল হক প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়নে ও রুপকল্প ২০৪১ এর সোনার বাংলা বির্নিমাণে প্রাণিজ পুস্টি সমৃদ্ধ মেধাবী জাতি গঠনে এবং টেকসই উন্নয়নে হরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আলোকপাত করা হয় সভাতে।

ছবি ক্যাপশন ঃ তজুমদ্দিনে গরু হৃষ্টপুষ্টকরণ খামারীদের মাঝে ঔষধ বিতরণ।

তজুমদ্দিনে ইনফেকশন প্রিভেনশন ও কন্ট্রোল বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত \

তজুমদ্দিন প্রতিনিধি \

ভোলার তজুমদ্দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ইনফেকশন প্রিভেনশন ও কন্ট্রোল বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন হাসপাতালের আএমও ডা. হাসান শরীফ, মেডিকেল অফিসার ডা. ফারহান নাসিম, ডা. আমজাদ হোসেন, ডা. হাবিবুল্যাহ, ইউনিসেফের আইপিসি অফিসার ডা. সোহানা, এম.এস.সি.এ.এইচ অফিসার ডা. ফারহানা আহাম্মেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত চন্দ্র প্রমুখ।

LEAVE A REPLY