ভোলায় চুরি হওয়া ২৭ ভরি স্বর্ন উদ্ধার

0
942

স্টাফ রিপোর্টার, ভোলা নিউজ ২৪ ডটনেটঃফেনীর দাগনভূউয়া থেকে চুরি হওয়া ২৭ ভরি স্বর্নালংকার উদ্দার করেছে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিন আইচা থানা পুলিশ।
সোমবার (১৮ ডিসেম্বর) উপজেলার দক্ষিন আইচা থানার দৌলতপুর গ্রাম থেকে পুলিশ এ স্বর্ন উদ্ধার করে।
এ ঘটনায় চোর গিয়াস উদ্দিন পলাতক রয়েছে। তার বাড়ি দক্ষিন আইচা থানার দৌলতপুর গ্রামে। সে স্থানীয় সেলিম বাঘার ছেলে।


পুলিশ জানিয়েছেন, ফেনীর দাগনভুইয়া উপজেলার দেবরামপুর এলাকায় প্রবাসি হাজী আবুল হোসেনের বাড়িতে দীর্ঘ ৮ বছর ধরে কাজ করতো ভোলার চরফ্যাশনের দক্ষিন আইচা এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন।
গত ১৫ ডিসেম্বর বিকালের দিকে গিয়াস প্রবাসির ঘর থেকে ২৭ভরি স্বর্ন চুরি করে তার গ্রামের বাড়ি চরফ্যাশন নিয়ে আসে।
বিষয়টি টের পেয়ে প্রবাসির পরিবার চরফ্যাশন উপজেলার দক্ষিন আইচা থানায় অভিযোগ দেয়। এ সময় সোমবার দক্ষিন আইচা থানার ওসি হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই মোহাইমিনুলসহ সঙ্গিয় ফোর্স গিয়াসের বাড়িতে অভিযান চালায়।
পরে গিয়াসের বাবা সেলিম ও মা শাহিনুরকে জিজ্ঞাসাবাদ করে ঘর থেকে চুরি হওয়া ২৭ ভরি স্বর্ন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দক্ষিন আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, স্বর্ন উদ্ধারের পর গিয়াসের বাবা-মাকে ছেড়ে দেয়া হয়েছে অভিযুক্ত গিয়াস উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY