যে দ্বীপে গেলেই জড়িয়ে ধরবে সাপ

যে দ্বীপে গেলেই জড়িয়ে ধরবে সাপ

0
1603

ভোলা নিউজ ২৪ ডটনেট:সাধারণত কোন গর্তে থাকে সাপ। কিন্তু শুনেছেন কি যে দ্বীপে শুধু সাপের বসবসার। এমনই একটি দ্বীপ রয়েছে ব্রাজিলে। এটি ব্রাজিলের সাও পাওলো থেকে প্রায় ৯০ মাইল দূরে।

দ্বীপটি এতোটাই ভয়ঙ্কর যে, কেউ হাঁটতে গেলেই তার পা জড়িয়ে ধরবে বিষাক্ত সাপ! এ কারণে পর্যটকদের সেখানে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা আছে। তবে সাপ বিশেষজ্ঞরা গবেষণার কাজে যেতে পারেন ওই দ্বীপে।

সারা বিশ্বের পর্যটকদের কাছে এটি পরিচিত ‘স্নেক আইল্যান্ড’ নামে।

গোল্ডেন লেন্সহেড নামের প্রচ- বিষাক্ত সাপটি সারা পৃথিবীর মধ্যে কেবলমাত্র এখানেই পাওয়া যায়। এই সাপটির বিষ যে কোন বিষাক্ত সাপের থেকে অনেকগুণ বেশি।

সর্প বিশেষজ্ঞদের ধারনা, ১১০ একরের এই দ্বীপে রয়েছে ৪০০০-এরও বেশি সাপ! মোটামুটি ধরে নেওয়া যায়, প্রতি ৬ বর্গ গজ অঞ্চলে রয়েছে একটি করে সাপ।

ব্রাজিল বিশ্বকাপের সময়ে একটি পত্রিকায় রসিকতা করে বলা হয়েছিল, স্পেনের মিডফিল্ডে যত ফুটবলার রয়েছে এখানে তার থেকে ঢের বেশি সাপ রয়েছে। আর সাপগুলি মোটেই যে সে সাপ নয়। বলা যেতে পারে সাক্ষাৎ মৃত্যুদূত।

NO COMMENTS

LEAVE A REPLY