বরিশালে ১২ টাকার ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি

0
285

ভোলা নিউজ২৪ডটনে। । বরিশাল শহরে ১২ টাকা দামের একটি ইনজেকশন এক দোকানি এক হাজার টাকায় বিক্রি করায় তাকে জরিমানা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী জানান, শহরের চাঁদমারি এলাকার ওষুধ বিক্রেতা মনিবুল ইসলামকে এই দণ্ড দেওয়া হয়।

মনিবুল ওই এলাকার তর্কি মেডিসিন কর্নারের মালিক। সোমবার বিকেলে তার দোকানে রুবেল হাওলাদার নামে এক ব্যক্তি ১২ টাকার ওষুধ এক হাজার টাকায় কিনতে বাধ্য হন। পরে তিনি অভিযোগ দেন।

ম্যাজিস্ট্রেট জয়দেব বলেন, “জি-ইফিড্রিন ৫ এমএল ইনজেকশনের জন্য শহরের ইসলামিয়া হাসপাতাল সংলগ্ন তর্কি মেডিসিন কর্নারে গিয়েছিলেন রুবেল। বাজারে ওই ইনজেকশনের সংকট থাকায় এবং জরুরি প্রয়োজন হওয়ায় এক হাজার টাকায়ই ইনজেকশনটি কিনতে বাধ্য হন তিনি।

“পরে রুবেল অভিযোগ দিলে অভিযান চালানো হয়। ১২ টাকার ইনজেকশনটি এক হাজার টাকায় বিক্রির কথা স্বীকার করেন মালিক মনিবুল। এছাড়া দোকানটির ড্রাগ লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ মজুদ ও বিক্রির অপরাধও পাওয়া গেছে। এসব কারণে মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

LEAVE A REPLY