বোরহানউদ্দিনে দেড় সহস্রাধিক হেক্টর জমিতে রবিশস্যবিলীন, দেখা নেই কৃষি কর্মকর্তাদের

0
281

ভোলা নিউজ ২৪ডটনেট : বোরহানউদ্দিনে নিম্নচাপের প্রভাবে অসময়ের টানা তিন দিনের বৃষ্টিতে প্রায় এক হাজার ৫০০ হেক্টর জমির রবিশস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থেকে পরামর্শ ও সহযোগিতা করতে উপজেলায় কৃষি বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ- কোনো কৃষি কর্মকর্তাকে তাদের এলাকায় দেখা যায়নি।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, দ্রুত পানি নিষ্কাশনের সঙ্গে পর্যাপ্ত সূর্যালোক পেলে কিছু ফসলের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। তবে সদ্য রোপণ করা ৪২ হেক্টর আলু, ৩৫০ হেক্টর খেসারি, ১০২ হেক্টর মসুর ডাল, ২৫৫ হেক্টর সরিষা, ৩০ হেক্টর জমির মৌসুমি  সবজি এখনও জলমগ্ন। অংকুরোদগম হতে না হতে বৃষ্টিতে তলিয়ে থাকায় ওই ফসল হওয়ার সম্ভাবনা নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, কৃষকদের ক্ষতি কমিয়ে আনতে তারা সব রকমের চেষ্টা করছেন।
তবে ছুটি বাতিল করা সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তাদের সংশ্লিষ্ট এলাকায় না যাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে।

LEAVE A REPLY