ভোলা নিউজ২৪ডটকম।। ভোলায় পুলিশ বিএনপি সংঘর্ষে নিহত ছাত্রদল নেতা নুরে আলমের দাফন সম্পন্ন হয়েছে তার বাবা-মায়ের কবরের পাশে।
বৃহস্পতিবার (৪আগস্ট)রাত সাড়ে আটটার দিকে তাঁর মরদেহ ভোলা জেলা বিএনপি কার্যালয়ে এসে পৌঁছায়। তার জানাজায় ঢল নামে বিএনপি নেতাকর্মীদের।
পরে রাত ১০টার সময় ভোলার চরনোয়াবাদ আলতাজের রহমান ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে তাকে তাঁর বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার ৩১ জুলাই জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ-বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত ও অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।
আহত হন কয়েকজন পুলিশ সদস্যও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০ রাউন্ড গ্যাসশেল ও ১৬৫ রাউন্ড শর্টগানের কার্তুজ ছোড়ে পুলিশ। সে সময় গুলিবিদ্ধ হন নুরে আলম।