তজুমদ্দিনে খাবারের সাথে নেশা মিশিয়ে চুরি

0
10

হেলাল উদ্দিন লিটন,ভোলা নিউজ২৪ডটকম॥ভোলার তজুমদ্দিনে রাতের আধারে খারারের সাথে নেশা মিশিয়ে অচেতন করে বসত ঘরে চুরির অভিযোগ পাওয়া গেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। অচেতন চারজনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অচেতন হওয়া আঃ মন্নানের ছোট ভাই আজগর জানান, বুধবার (১০ ফেব্রুয়ারী) দিবাগত রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আব্দুল মন্নানের ঘরের খাবারে রাতে আধারে কোন এক সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা খাবারের সাথে নেশা মিশিয়ে দেয়। পরে রাতের খাবার খেয়ে একই পরিবারের সবাই অচেতন হয়ে পড়েন। পরে অজ্ঞাতনামা চোরেরা ঘর ডুকে নগদ ১০ হাজার টাকা, ২ জোড়া কানের দুল, এন্ড্রোয়েড মোবাইল ১টি, বাটনসেট ৩টিসহ ঘরের মালামাল নিয়ে যায়। অচেতনদেরকে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সকালে স্থানীয়রা উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন। অচেতন চারজন হলেন, আব্দুল মন্নান (৫০), তার স্ত্রী জান্নাত (৪০), ছেলে ইসলাম (১৬) ও ফাহিম (৮)। তজুমদ্দিন উপজেলা ব্যাপী রাতের খাবারে নেশা মিশিয়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধরণ মানুষের মাঝে অতংক বিরাজ করছে। এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, ঘটনাটি শুনার পর ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া।

LEAVE A REPLY