স্টাফ রিপোর্টার, ভোলা নিউজ ২৪ ডট নেট॥ ভোলার শিবপুর ইউনিয়নে সবজি ও ফল চাষে উন্নত পদ্ধতিসহ গুটি সার প্রয়োগ বিষয়ক দুই দিন ব্যাপী কৃষাণীদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে পুষ্টি, মাটি, উন্নত বীজ ও চারা, সুষম সার, মাটির গভীরে গুটি সার প্রয়োগ, জেন্ডার সম্পর্কে সচেতনা ও সবজি বাজারজাতকরণ নিয়ে আলোচনা হয়। এ সময় সঠিক দূরত্বে চারা রোপন ও মাটির গভীরে গুটি সার প্রয়োগ এর উপর ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। আইএফডিসি কর্তৃক ওয়ালমার্ট ফাউন্ডেশনের অর্থায়নে এভিপিআই প্রকল্পের ওই প্রশিক্ষণের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ রিয়াজউদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন আইএফডিসি’র ফিল্ড মনিটরিং অফিসার কৃষিবিদ এ এম জাহাংগীর হোসেন ও উপ-সহকারী কৃষি অফিসার নাজমুন নাহার। প্রশিক্ষণে ওই এলাকার ৪০জন কৃষাণী অংশ গ্রহণ করেছেন।