আহলে হাদিস নামে ধর্মিও অনুভুতিতে আঘাতের প্রতিবাদে ভোলায় মানববন্ধন

0
300

এম মাঈনুল এহসান।।  ভোলার বাপ্তায় তথা কথিত আহলে হাদিসের নামে সমাজে ফেতনা সৃষ্টিকারি কামরুল ইসলাম বাবুললের বিরুদ্ধে মানববন্ধন করেছে ঈমান আক্বিদা সংরক্ষন কমিটি ভোলা জেলা। রবিবার সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে ঈমান আক্বিদা সংরক্ষন কমিটি ভোলা জেলা সাধারন সম্পাদক মাও :তাজ উদ্দিন ফারুকির সভাপতিত্বে¡ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মু. শওকাত হোসেন, ঈমান আক্বিদা সংরক্ষন কমিটির নেতা মাও: আতাউর রহমান মোমতাজি, মাও: ইয়াকুব আলি ,মাও: গোলাম মোর্শেদ , মুফতি আবদুল মমিন ,জাকির হোসেন প্রমুখ।
এসময় বক্তরা বলেন ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের পাইলট এলাকায় একাধিক মসজিদ থাকা সর্ত্বেও স্থানীয়দের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষে মসজিদের নামে আস্তানা র্নিমানের চেষ্ট করে র্ধমপ্রান মুসল্লিদেও ধর্মিয় অনুভুতিতে আঘাত করছে বির্তকিত কামরুল ইসলাম বাবুল। ঘটনাকে কেন্দ্র করে বেশ এলাকায় কয়েকবার উত্তেজনা সৃষ্টি হয় । বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার উত্তেজনার ফলে এলাকাবাসি বিক্ষোব মিছিল , জেলা প্রশাসক বরাবর স্মারকলীপি প্রদান সহ বিভিন্ন কর্মসুচি পালন করেছে। কিন্তু প্রশাসন বিষয়টি আমলে না নেওয়ায় কামরুল বারবার বিভিন্ন ভাবে এলাকাবাসিকে হয়রানি এবং ধর্মপ্রান মুসল্লিদের ধর্মিও অনুভুতিতে আঘাত করছে। প্রশাসন যদি অবিলম্বে কামরুলের এই আস্তানা বন্ধ না করে তাহলে যে কোন সময় পরিস্থিতির অবনতি হতে পারে বলে বক্তারা হুশিয়ার করেন। এসময় বক্তরা প্রশাসনের প্রতি আহব্বান জানিয়ে বলেন আপনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিন এবং বিষয়টি সর্ম্পকে পরিস্কার ভাবে জানুন। দুই একজন বিশৃঙ্খলাকারীর জন্য এলাকার শান্তি বিনষ্ট না হয় সেদিকে নজর রাখুন।

LEAVE A REPLY