লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ॥ আহত ৩ জন

0
473

ভোলা নিউজ ২৪ ডটনেট  ॥ তুচ্ছ ঘটনার জের ধরে লালমোহনের চলমোল্লা গ্রামে এক রিক্সা চালকের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল পত্রিকা অফিসে এসে হামলায় রিক্সা চালক জামাল জানান, তার কিশোরী মেয়ে তারিয়া এবং স্ত্রী পিয়ারা বেগমে ধারাল অস্ত্র ও লাঠিসোটা দিয়ে বেদম মারধর করা হয়। গুরুতর আহত পিয়ারা বেগমকে লালমোহন হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
আহত রিক্সা চালক জামাল জানান, জমি নিয়ে ভাইদের সাথে বিরোধকে কেন্দ্র করে তিনি পৈত্রিক বাড়ির জমি চাচাতো ভাইর কাছে বিক্রি করে আলাদা বাড়ি করেছেন। সম্প্রতি ওই চাচাতো ভাইর ৩বিঘা জমি বিক্রির কথা চলছিল। তার ভাইরা ওই জমি মাত্র ৫০ হাজার টাকায় কিনতে চাচ্ছিল। কিন্তু জামাল বলেছিল ওই জমির মূল্য প্রায় ৩ লাখ টাকা হবে। এ কথা বলার দুই দিন পর গত ৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে তার ভাই শহিদুল্লাহ ও ফজলুল হকের নেতৃত্বে ভাতিজা শাহাজান, সাদ্দাম, রাসেল ও স্মরণ তার বাড়িতে এসে হামলা চালিয়েছে। এ সময় জামালকে বাঁচাতে এসে তার স্ত্রী পিয়ারা বেগম এবং মেয়ে তানিয়া বর্বর হামলার শিকার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিল। কিন্তু রাজনৈতিক চাপে থানায় মামলা গ্রহণ করেনি পুলিশ। জামাল আরও জানান, তার স্ত্রী কিছুটা সুস্থ হলে তিনি আদালতে মামলা করবেন।

LEAVE A REPLY