ভোলা নিউজ ২৪ ডটনেট ।। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ভোলা-৩ আসনের দলীয় মনোনীত প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ছাড়া লঞ্চের কেবিন ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এই হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে মেজর হাফিজ বলেন, ‘নেতাকর্মীদের নিয়ে আমি নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছিলাম। কিন্তু সদরঘাট পৌঁছার আগেই যুবলীগ, ছাত্রলীগের প্রায় সাত শতাধিক সন্ত্রাসী ঘাট দখল করে ফেলে। টার্মিনালে রাখা আমার গাড়িসহ নেতাকর্মীদের ওপর তারা হামলা করে। আমরা এমভি তাসরিফ-৪ লঞ্চে ওঠার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ যাত্রীদের ওপর হামলা করা হয়। লঞ্চের একাধিক কেবিনে ব্যাপক ভাঙচুর করা হয়।’
মেজর হাফিজ বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা একপর্যায়ে লঞ্চে উঠে সুকানিকে (চালক) দিয়ে মাঝ নদীতে জাহাজটি নিয়ে যায়। সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়ে আমি নেতাকর্মীদের নিয়ে ঢাকায় ফিরে আসি।’