প্রার্থী হয়েও এলাকায় যেতে পারছি না: হাফিজ

0
231

আরিফ উদ্দিন রনি,ঢাকা  ।। ছয় বারের সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন  প্রার্থী হয়েও এলাকায় যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে তিনি এমন অভিযোগ করেন।

হাফিজ বলেন: ‘গতকাল আমি আমার নির্বাচনী এলাকায় যেতে চাইলেও পারিনি। আমার নির্বাচনী এলাকা ভোলা-৩। লঞ্চে যেতে হয়। লঞ্চ ছাড়ে ৮ টায়, আমরা সদরঘাটে যাওয়ার আগেই আওয়ামী সন্ত্রাসীরা এলাকা দখলে নিয়ে নেয়। এরপর আমার ৫০ জন নেতাকর্মীকে মেরে আহত করে। লঞ্চের কেবিন ভাঙচুর করে। আমাকে নির্বাচনী এলাকায় যেতে দেয়নি।

‘‘আমি গত বছরে এলাকায় যেতে পারিনি। আজও পারছি না। তফসিলের পর ৪০০ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আমার নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে আতঙ্ক সৃষ্টির জন্য।’’

তিনি অভিযোগ করে বলেন: ১৫ তারিখ থেকে সেনাবাহিনী নামানোর কথা থাকলেও এসব কারণে দেরি করা হচ্ছে। যতই নির্যাতন করা হোক না কেন গণজোয়ার দিয়ে স্বৈরাশাসককে ভাসিয়ে দেয়া হবে৷

বিএনপির এ নেতা বলেন, আমরা বিচার পাই না কারণ দেশের প্রধান বিচারপতিরও বিদায় নিতে হয়েছে। আমি পুলিশ বাহিনীকে বলব কেন দলের হয়ে কাজ করবেন না, জনগণের হয়ে কাজ করুন।

এ সময় আওয়ামী লীগই বাংলাদেশে ভোট ডাকাতি চালু করেছে বলে তিনি দাবি করেন।

LEAVE A REPLY