ভোলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে

0
1000

স্টাফ রিপোর্টার : ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দেশের ৮ টি জেলার সাথে ভোলা সদর উপজেলার স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন হয়েছে। বুধবার সকালে ভোলা জেলা প্রশাসক এর সভাকক্ষে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ভিডিও কনফারেন্সে এক সাথে ৮টি জেলার উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মোঃ রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিঃ জেঃ শাহাদাত হোসেন চৌধুরী (অব.) উদ্বোধনী অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক এর সভাপতিত্বে ভোলা জেলা নির্বাচন অফিসার মোঃ আলাউদ্দিন আল মামুন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান, ভোলা সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর পারভিন আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা আহসান হাসিব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, ভোলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম হাবিবুর রহমান, দৈনিক ভোলার বানীর সম্পাদক মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেতারা বেগম সহ আওয়ামীলীগের নেত্রীবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ভোলা সদর উপজেলায় ১০০ দিনে ৩১২৯৭০ জন লোকের মধ্যে এ স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

LEAVE A REPLY