ভোলা নিউজ২৪ডটকম।।ব্রাজিলের স্কোয়াডে ইনজুরির সমস্যার সঙ্গে খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ছেন। প্রথম ম্যাচের পরই অসুস্থ হয়ে পড়েছিলেন ব্রাজিলের আন্তনি।
ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে আন্তনি বলেন, এই অসুস্থতা হয়েছে এসির কারণে। তিনি বলেন, ‘এটা একটু কঠিন ছিল (অসুস্থতা)। আমি কয়েকদিন ধরে অস্বস্তি অনুভব করেছি, যা আমার কাছে একটু জটিল লেগেছে। আমি এখন শতভাগ সেরে উঠেছি। মূলত স্টেডিয়ামের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থার কারণে গলায় সমস্যা হচ্ছিল। ’
‘শুধু আমি না, অন্য খেলোয়াড়দেরও কাশি ও বাজে ধরনের গলার সমস্যা হচ্ছিল। আমি খুশি যে আমি সেরে উঠেছি, দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যখনই দরকার হবে, আমি আছি,; যোগ করেন আন্তনি।
কাতারে তীব্র গরমের কারণে বিশ্বকাপ আয়োজন শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিল। উচ্চ তাপমাত্রার জন্যই জুন-জুলাই মাসের বদলে এবার বিশ্বকাপ আয়োজন হচ্ছে শীত মৌসুমে। তবে এই সময়েও ইউরোপ ও আমেরিকার দেশগুলোর তুলনায় সেখানে গরম অনুভূত হয় বেশি। এই চিন্তা থকেই আয়োজক কাতার পুরো স্টেডিয়ামগুলোই নিয়ে আসে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে। কিন্তু এতেও বাধল নতুন বিপত্তি।