শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দৌলতখান শাখার সভা অনুষ্ঠিত

0
306

স্টাফ রিপোর্টর ।। ভোলা দৌলতখান উপজেলায়  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবগঠিত পূজা উদযাপন পরিষদের মন্দির ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ সেপ্টেম্বর)  বিকালে দৌলতখান উপজেলার উওর জয়নগর বেপারী বাড়ি শ্রী শ্রী  দুর্গামন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উওর জয়নগর বেপারী বাড়ি শ্রী শ্রী  দুর্গামন্দির এর সভাপতি শ্রী বিজয় চন্দ্রের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দৌলতখান শাখার  সভাপতি নিখিল চন্দ্র হাওলাদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দৌলতখান শাখার সাধারণ সম্পাদক শ্রী রানা রায়, ভোলা সদর উপজেলার ওর্য়াল্ড হিন্দু ফেডারেশন সদস্য সচিব শ্রী রঞ্জিত বেপারি, (BDREM) ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা সদর উপজেলার যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিঠু চন্দ্র দে,

নলগোরা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা শ্রীমতী রিতা রানী হালদার, ১নং পশ্চিম মেদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক দুলাল চন্দ্র হাওলাদার, শ্রী তপন চন্দ্র কর্মকার প্রমূখ সহ দৌলতখান উপজেলায় বিভিন্ন মন্দির থেকে আগত সদস্যরা।সভায় সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দৌলতখান শাখার যুগ্ন সম্পাদক শ্রী সুদর্শন চন্দ্র হাওলাদার।

সভায় বক্তারা বলেন হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা মানেই সার্বজনীন উৎসব, দেবী দুর্গা আমাদের মাঝে মাতৃরূপে বিরাজ করেন। মা সন্তানের সুরক্ষাদায়িনী, সব অপশক্তি বিনাশিনী, মুক্তিদায়িনী, আনন্দময়ী দুর্গা। মায়ের কাছে সব সন্তান সমান, সব সন্তানের কাছে মা অনন্য, তাই মা দুর্গা সর্বজনের, দুর্গাপূজা সার্বজনীন।শারদীয় দুর্গাপূজা শান্তি পূর্ণ ভাবে পালনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দৌলতখান শাখা সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করবেন।

সভাশেষে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকে ফুলদিয়ে বরন করেনেয় দৌলতখান উপজেলায় বিভিন্ন মন্দিরে সদস্যরা।

LEAVE A REPLY