ভোলা-৩ মোবাইলে মেজর হাফিজের সাথে নির্বাচনে সহিংসতার পরিকল্পনাকারী বাবুল বিশ্বাসকে আটক করেছে র‌্যাব

0
849
আরিফ উদ্দিন রনি॥
 ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের বিএনপি প্রার্থী মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদের সাথে নির্বাচনে নাশকতার পরিকল্পনামূলক ফোনালাপের অভিযোগে বাবুল বিশ্বাস নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব- ৮ সদস্যরা। শুক্রবার বিকেলে  র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডর সিনিয়র সহকারি পুলিশ সুপার সোয়েব আহমেদ খান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি আরও জানান, র‌্যাবের নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার লালমোহনের ফরাজী বাজার এলাকা থেকে বাবুল বিশ্বাসকে আটক করা হয়। আটক বাবুল লালামোহনে কারিজাবাদ গ্রামের কালু বিশ্বাসের ছেলে। তাকে লালামোহন থানা পুুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল বিশ্বাস মেজর হাফিজের সাথে নাসকতার ফোনালাপের কথা স্বীকার করেছেন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন।
ফোনালাপঃ-
মেজর হাফিজ : হ্যালো।
বাবুল বিশ্বাস : হ্যালো,  স্যার।  আমি বদরপুরের বাবুল বিশ্বাস।
মেজর হাফিজ : কি খবর?
বাবুল : স্যার আমনে (আপনি) একটু অর্ডার করেন, আমরা সিদ্দিকেরে লইয়া (সাথে নিয়ে) কালমা বদরপুরে একত্র হইয়া কিছু লোক রাত্রে আমরা ডাকাতি কইরা কোবায়া দিমু।  মারমু না। (কুপিয়ে দিবো, মারবো না।)
মেজর হাফিজ : কালকে না।  ইলেকশনের আগের দিন।
বাবুল : ইলেকশনের আগের দিন?
মেজর হাফিজ : হুম।
বাবুল : ঠিক আছে স্যার।  আমি আছি রমাগঞ্জ।

LEAVE A REPLY