রাজাপুরে গৃহবধূর কাছে যৌতূক এর দাবি! প্রতিবাদ করায় হামলা, টাকা ছিনতাই, আহত ৩

0
222

ভোলা নিউজ ২৪ ডট নেট।। ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ড জোড়া খাল নামক এলাকায় জেলে পরিবারে এ ঘটনা ঘটে।

২০ (জুন) বৃহস্পতিবার রাত ১১ টার সময় রাজাপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ড জোড়া খাল নামক এলাকায় জেলে পল্লীর শুক্কুর সর্দার এর নৌকায় এ ঘটনা ঘটে। এতে শুক্কুর সর্দার এর ভাতিজা জহুরুল ইসলাম , তার স্ত্রী আমিরুন নেছা ও ভাতিজী রাহিমা গুরুতর আহত হয়।আহতরা ভোলা সদর হাসপাতালে পুরুষ ও মহিলা সার্জারী ওয়ার্ডে চিকিৎসারত আছেন।

শুক্কুর সর্দার জানান, আমার মে রুপবান কে গোলাপ আলী মাতাব্বরের ছেলে সোহেল এর সাথে বিয়ে দেই। বিয়ের কিছুদিন পড় থেকেই সোহেল আমার মেয়েকে নানা ভাবে হুমকি ও নির্যাতন করে আসছে এবং আমার কাছ থেকে ২ লক্ষ টাকা যৌতুক নিয়ে যেতে বলে। আমার মে রুপবান রাজি না হয়ে আমার কাছে এসে বললে আমি এলাকার গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানাই এবং ২০ তারিখ ভোলা দায়রা জর্জ  আদালতে একটি নারী নির্যাতন ও যৌতুক  মামলা দায়ের করি। মামলার সকল কার্যক্রম সম্পন্ন করে রাতে বাড়ি ফিরে দেখি আমার স্ত্রী, ভাতিজা, ও ভাতিজী গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে।

জানতে পারি আমার মেয়ের জামাই সোহেল এর নেতৃত্বে ,আশরাফ আলী, বাচ্চু, ওমর, মোহাম্মদ,  জসিম, খোরশেদরা দেশিও অস্ত্র নিয়ে
এই হামলা চালায়।

পড়ে স্থানীয়দের সহায়তায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসি তাদের। এসময় আমার নৌকায় থাকা নগদ ১২৬০০০ টাকা  ও তিনটি সোনার আংটি  নিয়ে যায় দূর্বৃত্তরা।

এ বিষয়ে মামলার কথা জানতে চাইলে শুক্কুর সর্দার বলেন ভোলা সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY