মশা আতঙ্কে চরসামাইয়াতে ডোবা পরিস্কার করতে প্রশাসনের হস্থক্ষেপ কামনা

0
271

স্টাফ রির্পোটার ॥মশার উপদ্রব থেকে বাচতে ভোলার চরসামাইয়াতে পুকুর (ডোবা) পরিস্কার করতে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করে এলাকাবাসির পক্ষ থেকে ভোলা জেলা সিভিল সার্জন বরাবর আবেদন করেছে চরসামাইয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরির্দশক মো: মেসবাহ উদ্দিন। পুকুর পরিস্কারের ব্যাবস্থা করে এলাকাবাসিকে মশা মাছি ও রোগ জিবানুর উপদ্রব থেকে রক্ষা করেতে শনিবার সকালে এলাকাবাসির পক্ষ থেকে ভোলা জেলা সিভিল সার্জন সহ বিভিন্ন দপ্তরের সহযোগিতা চেয়ে আবেদন করেন তিনি ।

স্থানীয়রা জানায় ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের আগারপুল এলাকার মাস্টার পাড়া সংলগ্ন একটি পুকুরের মাঝে মুরগির খামার স্থাপন এবং দির্ঘদিন বিভিন্ন ময়লা আবর্জনা ফেলার কারনে পুকুরটি বিষাক্ত ডোবায় পরিনত হয়ে মশা মাছি উৎপাদনের কারখানায় পরিনত হয়েছে। পুকুরটির মালিক মো: মাইনুদ্দিন ফরাজিকে পুকুর পরিস্কার করার জন্য স্থানীয়রা বার বার অনুরোধ করলেও তিনি তাতে কর্নপাত করেন নি। র্দুগন্ধ ও মশার কারনে পুকুরটির পাশে বসবাস ও যাতায়াত করা অনেক কষ্টকর হয়ে পরছে। সন্ধার পরে আশেপাসে প্রচুর মশার উপদ্রব হয় । বর্তমানে ডেঙ্গু মশা আতঙ্কের কারনে স্থানীয়রা খুব শংকিত আছেন । যার কারনে বিষয়টি সমাধানের জন্য এলাকাবাসির পক্ষ থেকে চরসামাইয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরির্দশক মো: মেসবাহ উদ্দিন জেলা সিভিল সার্জন ,উপজেলা নির্বাহি অফিসার, উপজেলা স্বাস্থ কর্মকর্তা,ওসি ভোলা সদর,উপজেলা বন ও পরিবেশ কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের আবেদন করেছে।এলাকাবাসি বিষয়টি সমাধানের জন্য এলাকাবাসি প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন ।

LEAVE A REPLY