ভোলায় ৬ দফা দাবিতে জেলেদের স্বারকলিপি প্রদান

0
62

ভোলা নিউজ২৪ডটকম।। নদীর মোহনায় ক্যাপিটাল ড্রেজিং করা, নদী থেকে অবৈধ জাল উচ্ছেদ,ভূমিহীন মৎসজীবীদের মাঝে খাস জমি বরাদ্দ সহ ৬ দফা দাবিতে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার এর কাছে স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী ভোলা জেলে সমিতি নেতৃবিন্দাভ। রবিবার (৬ ডিসেম্বর) সকালে ভোলা উপজেলা পরিষদ কার্যলয়ে গিয়ে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান এর কাছে এই স্বারকলিপি প্রদান করেন।
এসময় জেলেরা বলেন- ক্ষুদ্র ও দরিদ্র্য জেলেদের সঠিক ভাবে যাচাই বাছাই করে তালিকা প্ররণ করা, মৎস্যজীবী জেলেদের ভিজিএফ বিতরণে দুর্নীতি বন্ধের লক্ষ্যে মৎস বিভাগের মাধ্যমে ভিজিএফ দিতে হবেও বাংলাদেশের সকল জেলায় মৎসজীবী জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার দাবি,জেলেদের জীবনবীমা,ঘূর্নিঝড় জলোচ্ছা¦স জলদুস্য ও বিভিন্ন প্রাকৃতিক কারনে নিহত জেলে পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ও নিবন্ধিত প্রত্যেক জেলের মৎস বিভাগের মাধ্যমে ১০ লক্ষ টাকা জীবন বীমা চালু করার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন- ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মোহাম্মদ আসাদুজ্জামান,ভোলা জেলা বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী ভোলা জেলে সমিতির সভাপতি মো: নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক আল মামুন উর রশীদ,উপজেলা কমিটির সভাপতি মো: এরশাদ,আব্দুল হক ব্যাপারী প্রমুখ।

LEAVE A REPLY