ভোলায় শিক্ষকদের নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা

0
286

ভোলা নিউজ ২৪ ডট নেট :

ভোলায় শিক্ষা প্রতিষ্ঠানের মহিলা সহকারী শিক্ষিকাদের নিয়ে ব্যক্তিগত ও মাসিককালীন স্বাস্থ্যবিধি ও পরিষ্কার- পরিচ্ছন্নতা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত। বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহ প্রতিরোধ কর্মসূচি (আইইসিএম ) প্রকল্পের আয়োজনে ইউনিসেফ সহযোগিতায় রবিবার (২০ জানুয়ারী ) হীড বাংলাদেশ ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে ভোলা সদরের ৩০ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষিকাদের নিয়ে  দিনব্যাপী  ব্যক্তি ও মাসিককালীন স্বাস্থ্যবিধি  ও পরিষ্কার- পরিচ্ছন্নতা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।প্রশিক্ষনে ৩০ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষাদের নিজের ব্যক্তিগত ও মাসিককালীন সময় এবং গর্বভতী অবস্থার সময় পূর্বে এবং পরে কি ধরনের কাজ করতে হবে সে বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়েছে।

এসময় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সহায়ক হিসাবে কাজ করার আহবান জানানোয় হয় শিক্ষকদের।  প্রশিক্ষনে উপস্থিত ছিলেন মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার জিহাদ হাসান, আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী  মিজানুর রহমান, আইইসিএম প্রকল্পের প্রকল্প সহ সমন্বয়কারী দেবাশীষ মজুমদার, উপজেলা মনিটরিং অফিসার মনিরুল ইসলাম,এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন।

LEAVE A REPLY