কী এমন ঘটল যে তাঁরা এখন ভয় পাচ্ছেন, খাদ্যসংকট দেখা দেবে: ফখরুল

0
6

ভোলা নিউজ২৪ডটকম।। প্রধানমন্ত্রী কেন বারবার দুর্ভিক্ষের কথা বলছেন, সেটা তাঁরাও বুঝতে পারছেন না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘(প্রধানমন্ত্রী) কেন বলছেন, সমস্যাটা তো আমরাও বুঝতে পারছি না। কারণ, উনারা কিছুদিন আগেও দাবি করেছেন যে তাঁরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছেন। আজকে কী এমন ঘটল যে তাঁরা এখন ভয় পাচ্ছেন, একটা খাদ্যসংকট দেখা দেবে?’

আজ মঙ্গলবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সংলাপ করে বিএনপি। সংলাপ শেষে ব্রিফিংয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী কেন বারবার খাদ্যসংকট ও দুর্ভিক্ষের কথা বলছেন? জবাবে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব যোগ করেন, ‘মূল বিষয়টা যে জায়গায়, এত বেশি দুর্নীতি সবখানে, প্রতিটি খাতে, প্রতিটি ক্ষেত্রে, তাদের এখন এই অবস্থার পরিপ্রেক্ষিতে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। সবখানে এত বেশি দুঃশাসন হয়েছে, মিস রুল হয়েছে যে নাথিং ইজ আন্ডার দেয়ার কন্ট্রোল। যে কারণে বিদ্যুতের সমস্যাটা তৈরি হয়েছে। তারা এখন বিদ্যুৎ দিতে পারছে না।

এ প্রসঙ্গে বিপুল অর্থ ব্যয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয় এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের জন্য বাড়ি তৈরির বিষয় উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘৮ হাজার কোটি টাকায় ইভিএম কিনতে যাচ্ছে একটা জালিয়াতির ভোট করার জন্য। অন্যদিকে, ৪৩ কোটি টাকা দিয়ে মন্ত্রিপরিষদের সচিব ও মুখ্য সচিবের জন্য বাড়ি তৈরি করা হবে। আপনি কি আশা করেন, এটা অবিশ্বাস্য একটা ঘটনা। এ রকম প্রতিটি ক্ষেত্রে, একটা-দুইটা নয়—আজকে প্রতিটি খাতে এ রকম দুর্নীতি হচ্ছে। সে জন্যই আজকে তারা এ অবস্থায় উপনীত হয়েছে।’

প্রত্যাহারের দাবিতে যুগপৎ আন্দোলন করব।’

এনডিপির সভাপতি কে এম আবু তাহেরের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল, অন্যদিকে মাওলানা মনসুরুল হাসানের নেতৃত্বে জমিয়তে উলামায়ের ইসলামের নেতৃত্বে ১০ জন নেতা সংলাপে অংশ নেন।

পরে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মনসুরুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আজকে আমরা বিএনপির সঙ্গে ঐকমত্য হয়েছি, বর্তমানে যে অবৈধ ও অনির্বাচিত সরকার, এ সরকারের পদত্যাগের জন্য, নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুগপৎ আন্দোলন চালিয়ে যাব।’

এনডিপির সভাপতি কে এম আবু তাহের বলেন, ‘এই যে ভোটচোর সরকার, তারা যেভাবে ১৪টি বছর দুঃশাসন চালিয়ে, ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে প্রতিটি পরিবারকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, এই হিংসাত্মক রাজনীতি থেকে আমাদের ফেরত আসতে হবে। এ অবস্থা থেকে মুক্তির জন্য আমরা যুগপৎ আন্দোলন করব।’

 

LEAVE A REPLY