ভোলায় চার পা নিয়ে ফুটলো অদ্ভুত মুরগির বাচ্চা

0
15

ভোলা নিউজ২৪ডটকম।। ভোলায় একটি ডিম থেকে ফুটেছে চার পা ওয়ালা মুরগির বাচ্চা ফুটেছে।

ভোলার চরফ্যাশনের গ্রামে এমন ঘটনা ঘটেছে অদ্ভুত এই মুরগির বাচ্চাটি কে এক নজর দেখার জন্য গ্রামের মানুষ ভিড় জমিয়েছে।

৪ পা অদ্ভুত মুরগির বাচ্চা,ভোলা নিউজ২৪ডটকম

ঘটনাটি চরফ্যাশনের চর কলমি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর মায়া গ্রামের।ওই গ্রামের কাজী বাড়ির মিলন কাজীর স্ত্রী জরিনা বেগমের খামারেই ফুটেছে চার পা ওয়ালা অদ্ভুত এই মুরগির বাচ্চাটি।

খামারি জরিনা বেগম জানান, তার হাঁস ও মুরগি পালার শখ। শখ থেকে বাড়িতে একটি ছোট হাঁস ও মুরগির খামার গড়ে তোলেন। গত শুক্রবার (৭ জানুয়ারি) সকালে তিনি খামারে গিয়ে দেখেন ডিম থেকে মোট ১৫টি বাচ্চা ফুটেছে। এর মধ্যে ১৪টি স্বাভাবিক তার মধ্যে একটি চার পা ওয়ালা বাচ্চা হয়েছে। পরে তিনি তার পরিবারের সদস্যদের ডেকে দেখান।

খবরটি ছড়িয়ে পরলে মুহূর্তের মধ্যে লোকজন ভিড় জমে ওই মুরগির বাচ্চা দেখার জন্য।

ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল জানান, জিনগত ত্রুটির কারণে মুরগির বাচ্চাটি চার পা নিয়ে জন্ম নিয়েছে। বাচ্চাটি স্বাভবিক বাচ্চাগুলোর চেয়ে অনেক দুর্বল। এসব বাচ্চা স্বাভাবিক মুরগির বাচ্চার মতো খাবার গ্রহণ করতে পারে না। এ কারণে বেশিদিন বাঁচে না।

বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন যায়গা থেকে মানুষ ভিড় করছে মুরগির বাচ্চাটি এক নজর দেখার জন্য।

দূর থেকে আশা উৎসুকরা রাশেদ বলেন, এমন মুরগী কখনো দেখিনি তাই দেখতে এলাম।দেখতে সাধারন মুরগির বাচ্চা কিন্তু ৪টি থাকায় অদ্ভুত লাগে দেখতে।

LEAVE A REPLY