ইকরামুল আলম,ভোলা নিউজ ২৪ ডটনেট॥ ভোলা সদর উপজেলায় অগ্নিকান্ডে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার তুলাতুলি মাছ ঘাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে জেলেরা নদীতে মাছ ধরার সময় তুলাতুলি ঘাটে আগুন জ্বলতে দেখতে পায়। এসময় তারা স্থানীয়দের মোবাইল ফোনে খবর দিলে তারা এসে মো. সাদেকের হোটেল ও জামাল উদ্দিনের মাছের আড়তে আগুন জ্বলতে দেখে। পরে ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এর আগেই দোকান দুটি পুড়ে ছাই হয়ে যায়।বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে মো. সাদেকের হোটেলের আসভাবপত্র, ফ্রিজ, গ্যাসের চুলা, একটি হোন্ডা, দোকানের মালামালসহ নগদ প্রায় ৩০ হাজার টাকা ও জামাল উদ্দিনের আড়তের আসভাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা জানান, অগ্নিকান্ডের ঘটনা আমাদেরকে কেউ জানায়নি। ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন জানান, ক্ষতিগ্রস্থদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সহায়তা করা হবে।