টানা বর্ষনে চাষিদের মাথায় হাত

0
393

ইয়ামিন হোসেন,ভোলা নিউজ ২৪ ডটনেটঃ ভোলায় টানা বর্ষনে চাষিদের মাথায় হাত। দ্ইু দিন যাবৎ টানা বৃষ্টিতে কৃষকের ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ফসলি জমিতে এখনও হাটু সমান পানি। ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় খেতের মাঝখানে মাথায় হাত দিয়ে বসে আছে আনসার জমাদার নামে এক কৃষক। তার সাথে কথা বললে তিনি জানান, এই বিলে আশি থেকে নব্বই কানি জমির মধ্যে আমিই তিন কানি জমিতে আলু রোপন করেছি। আমার প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এর মধ্যে দুই লক্ষ টাকাই বিভিন্ন এনজিও থেকে নেওয়া এবং চল্লিশ হাজার টাকা কিটনাশক এর দোকানে বাকী রয়েছে। কিন্তু দুই দিনের বৃষ্টিতে আমার সব শেষ। এখন কি করবো ভেবে পাচ্ছিনা। কৃষক আবু বেপারী, মানিক জমাদার, আবু মৃধা, জাহাঙ্গীর, নুরুল ইসলাম হাওলাদারসহ চাষীদের সাথে কথা বলে জানাযায়, ক্ষতির মধ্যে মশুর ডাল, খেশারী ডাল, তবে আলুর ক্ষতিই সবচেয়ে বেশি হয়েছে বলে জানান তারা। আরো জানাযায় ফসল ক্ষতি হওয়ায় অনেকে কস্টে ঢাকায় চলেগেছে।

ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাইন আহাম্মেদ হাছান মিয়া ভোলা নিউজ ২৪ ডটনেট কে জানান সদর উপজেলার মধ্যে ২নং ইলিশা ইউনিয়ন ক্ষতির সংখ্যা বেশি। আমরা ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা করে জমা দিয়েছি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায় জেলায় ১২ হাজার এবং সদর উপজেলায় ৩ হাজার হেক্টরের মতো ফসলের ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজ উদ্দিন ভোলা নিউজ ২৪ ডটনেট কে জানান ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা করা হচ্ছে।

LEAVE A REPLY