ভাল নেই মধ্যবিত্ত ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা

0
238

বিশেষ প্রতিনিধিঃ একটা প্রবাদ আছে অভাগা যে দিকে যায় , সাগর শুকিয়ে যায় , হতবাগা ব্যক্তি যে দিকে হাত দেয় তার সফলতা আসে না আর তারা সফল ও হয় না । তাদের অবস্থা জলে কুমির দাংগায় বাঘ , আজ একটাই আতংক ও ভয় সবার মনে এবং আল্লাহর কাছে ফরিয়াদ আমাদের সবাইকে করোনা ভাইরাসের অভিশাপ থেকে মুক্তি দাও , সারাদেশব্যপী যখন করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে যোগাযোগ, স্কুল, কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, সবকিছু বন্ধ করে দেয়া হল তখন মধ্যবিত্ত শ্রেণীর অধিকাংশ লোকদের ব্যাবসা বাণিজ্য বন্ধ তাই তাহারা আর্থিকভাবে টানাপোড়ন অবস্থায় পরে গেছে।

একই চিত্র লক্ষ করা গেছে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার নন- এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষকদের এরা কেউ কেউ আজ বিনাবেতনে ১৫/১৬ বছর শিক্ষকতা করতেছে নিজের খেয়ে , যা বিগত দিনে এই শিক্ষকরা কেউ টুকিটাকি ব্যাবসা বাণিজ্য ও টিওশনি করে চলত , এখন এই করোনা ভাইরাসের পরিবেশে সেটা ও বন্ধ , এখন এসব শিক্ষিত লোক গুলো নিরুপায় ও মানবেতর জীবনযাপন করতেছে , না পারে লোক লজ্জায় মানুষকে বলতে না পারে ভিক্ষা করতে , এটা কি সরকার ও স্থানীয় প্রশাসনের মানবতার কোন কাজের ভিতর পরে কি না ? নাম প্রকাশ না করার শর্তে নন -এমপিও এক মাদ্রাসার সুপার বলে আজ ২দিন ঘরে চাউল নাই এখন কি করব, হাতে ও টাকা নাই , সরকার তো আমাদেরকে কোন অনুদান দেয় না । তাই মানণীয় প্রধান মন্ত্রী, স্থানীয় এম পি মহোদয়, জেলা প্রশাসক ও স্থানীয় নির্বাহী কর্মকর্তা এরাও এ দেশের জনগণ , করোনা ভাইরাসের সরকারি বরাদ্দকৃত তহবিল থেকে মানবিক দিক বিবেচনা করে এদেরকে আর্থিক ভাবে সহযোগিতা করার প্রাণের দাবি এসব আপামর জনগোষ্ঠীর ।

LEAVE A REPLY