বিএনপির ত্রাণ বিতরণ নিছক মায়াকান্না : কাদের

0
422

ভোলা নিউজ ২৪ ডটনেট:বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা অভুক্ত থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা অভুক্ত থাকবে না। সুশৃংখলভাবে থাকলে সবার আহার সংস্থান করা হবে। এটাই আওয়ামী লীগ সরকারের অঙ্গীকার।

২০ দিন পর বিএনপির রোহিঙ্গাদের জন্য ত্রাণ বিতরণ নিছক মায়াকান্না ও প্রতারণা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এসময় ওবায়দুল কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, রাশেদুল ইসলাম, কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান, উখিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ।এ সময় তারা পাঁচ হাজার রোহিঙ্গা নাগরিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

 

LEAVE A REPLY