বাপ্তায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করলেন ইউএনও

0
297

 আদিল হোসেন তপু: করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের বিশেষ নির্দেশনায় সকল খাবার হোটেল বন্ধ হয়ে যাবার কারণে কর্মহীন হয়ে পড়ে সকল শ্রেনী পেশার মানুষ । এমন পরিস্থিতিতে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের  পাশে দাঁড়ান ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান।  ১৪ এপ্রিল (মঙ্গলবার)  বিকালে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে বাপ্তা ভোটের ঘড় ও  সুন্দর খালি এলাকায় ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে  এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় তাদের মাঝে  ১০ কেজি করে চাল, ১ কেজি করে ডাল, আলু,  ও সাবান বিতরন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনায় কর্মহীন হয়ে পড়ে সকল শ্রেনী পেশার মানুষ। প্রধানমন্ত্রীনর নির্দেশ অনুয়াযী তাই আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ হতে হতদরিদ্র পরিবারের  আবেদন পরিপ্রেক্ষিতে আমরা মানবিক  আবেদনে সাড়া দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করি। অসহায় মানুষের মাঝে খাবার পৌঁছে দেয়ার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) জিয়াউর রহমান, বাপ্তা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ফারুক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY