ঘন কুয়াশায় ভোলার মানুষের জীবনমান ব্যাহত

0
2

নিজস্ব প্রতিবেদক ::   ঘন কুয়াশায় দ্বীপজেলা ভোলাবাসীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।একই সাথে অসহায় সাধারন মানুষেরা পড়েছে চরম বিপাকে আর লঞ্চ যাত্রীরা যানবাহন না পেয়ে পায়ে হেঠে পৌছেছে গন্তব্যে।

 

দ্বীপ জেলা ভোলার চার পাশটাই মেঘনা ও তেতুলিয়া নদী বেস্টিত। নৌপথ হচ্ছে জেলা থেকে বের হওয়া কিংবা প্রবেশের একমাত্র ব্যবস্থা। যে কারনে সকালে ঢাকা থেকে ভোলায় আসা যাত্রীরা রিক্সা কিংবা অন্র যানবাহন না পেয়ে চরম বিপাকে পরেছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিলো রাস্তাঘাট। তাই যানবাহনের সংখ্যা তুলনামুলক অনেক কম ছিলো। যে কারনে পায়ে হেটে মন্তব্যে পৌছাতে হয়েছে ঢাকা থেকে অনেক যাত্রীকে। ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ভোলা শহরে আসতে না পেরে লঞ্চেই দীর্য সময় অপেক্ষা করেছেন বহু যাত্রীরা। তবে থেমে ছিলো না মেঘনা নদীতে মাছ সিকার করতে নামা জেলেরা। তারা ঠিকই জাল আর নৌকা নিয়ে নদীতে নেমে পরেছে জীবনের তাগিদে। আর শহরের দিন মজুররা ছিলো না বল্লেই চলে। এদিকে ছিন্নমুল মানুষদের দেখা গেছে রাস্তার পাশে প্রচন্ড ঠান্ডায় কস্ট পেতে।

LEAVE A REPLY