১৯ জেলার ডিসিরা কে কোথায় গেলেন

0
603

ভোলা নিউজ ২৪ ডটনেট : ১৯ জন জেলা প্রশাসককে (ডিসি) অন্যপদে বদলি করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহসহ ২২ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।

ওই ২২ জেলার মধ্যে কেবল তিনজন অন্য জেলায় ডিসি হয়েছেন। ১৯ জন ডিসিকে দেওয়া হয়েছে অন্যপদ।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে ওই তথ্য জানা যায়।

শরীয়তপুরের ডিসি মো. মাহমুদুল হোসাইন খানকে পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিচালক, কুমিল্লার ডিসি মো. জাহাঙ্গীর আলমকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক, রংপুরের ডিসি মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে ট্যুরিজম বোর্ডের পরিচালক, যশোরের ডিসি মো. আশরাফ উদ্দিনকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক, সিলেটের ডিসি মো. রাহাত আনোয়ারকে বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বান্দরবানের ডিসি দিলীপ কুমার বনিককে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক, চাঁদপুরের ডিসি মো. আব্দুস সবুর মণ্ডলকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে জানানো হয়, কক্সবাজারের ডিসি মো. আলী হোসেনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব, সাতক্ষীরার ডিসি আবুল কাশেম মো. মহিউদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, ঢাকার ডিসি মোহাম্মদ সালাহ উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, নেত্রকোনার ডিসি ড. মো. মুশফিকুর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব, ময়মনসিংহের ডিসি মো. খলিলুর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব, ভোলার ডিসি মোহাং সেলিম উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) নিয়োগপূর্বক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্তি, চট্টগ্রামের ডিসি মো. জিল্লুর রহমান চৌধুরীকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব করা হয়েছে।

অন্য আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, দিনাজপুরের ডিসি মীর খায়রুল আলমকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব, রাজশাহীর ডিসি মো. হেলাল মাহমুদ শরিফকে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব, রাঙামাটির ডিসি মোহাম্মদ মানজারুল মান্নানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব, ঝিনাইদহের ডিসি মো. জাকির হোসেনকে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব, হবিগঞ্জের ডিসি মনিষ চাকমাকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY