প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলো না ১৪ বছর বয়সী রোমানার বিয়ে

0
987
চরফ্যাশন প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের প্রশাসনের হস্তক্ষেপেও বন্ধ হলো না ১৪ বছর বয়সী স্কুল পড়ুয়া রোমানার বিয়ে। চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের মতলব মিয়ার হাটের অদুদ মিয়ার মেয়ে রোমানা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস ৯ম শ্রেণীর গন্ডী পেরিয়ে ১০ম শ্রেণীতে না পৌছাতেই স্বীকার বাল্য বিয়ের। স্থানীয় সূত্রে জানা যায়, ১ই ফেব্রুয়ারি বিকেলে ১৪ বছর বয়সী স্কুল পড়ুয়া রোমানার হলুদ ছোয়ার আয়জন করেন তার পরিবারের স্বজনরা। খবর পেয়ে স্থানীয় কিশোর – কিশোরী ক্লাবের সদস্যরা মিলে বল্য বিয়েটি বন্ধ করার জন্য ১০৯৮ এ ফোন দেয়ার পরেও কোন প্রতিকার না পেয়ে তারা জেলা প্রশাসক জনাব মাকসুদ আলম ছিদ্দিক কে জানায়। জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে বাল্য বিয়ে বন্ধ করার লক্ষে চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকতা রুহুলআমিনকে বিষয় টি জানায়। জানা যায় নির্বাহী কর্মকতা রুহুল আমিন ওসমানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানকে দ্বায়িত্ব দিলে স্থানীয় চেয়ারম্যান ও পাশ্ববর্তী আমিনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান কে সাথে নিয়ে বিয়েটি বন্ধ করেন। এদিকে রাত পেরিয়ে সকাল হতেই কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা জানতে পারে ১৪ বছর বয়সী স্কুল পড়ুয়া রোমানার বিয়ে বিয়ে হয়েছে।

LEAVE A REPLY